ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

প্রথম বোলার হিসেবে টানা ১শ টেস্ট খেলার বিরল রেকর্ড লিঁওর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৮, ২৮ জুন ২০২৩

প্রথম বোলার হিসেবে টেস্টে টানা ১শ ম্যাচ খেলার বিরল রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিঁও।

আজ থেকে লর্ডসে শুরু হওয়া  ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই রেকর্ডের মালিক হন লিঁও।
বিশে^র ষষ্ঠ ও অস্ট্রেলিয়ার  তৃতীয় ক্রিকেটার হিসেবে টানা ১শ টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করলেন লিঁও। তবে বিশে^র প্রথম বোলার হিসেবে এই রেকর্ডের মালিক হলেন লিঁও।

এর আগে দেশের হয়ে টানা ১শ বা তার বেশি টেস্ট খেলেছেন- ইংল্যান্ডের অ্যালিষ্টার কুক, অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার-মার্ক ওয়াহ, ভারতের সুনীল গাভাস্কার, নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালামের। এদের সবাই ছিলেন জেনুইন ব্যাটার।

অস্ট্রেলিয়ার হয়ে ১২১ টেস্টে ৪৯৫ উইকেট আছে লিঁওর। লর্ডস টেস্টে ৫ উইকেট পেলেই বিশে^র অষ্টম ও তৃতীয় অস্ট্রেলিয়ান হিসেবে ৫শ উইকেট শিকারের মালিক হবেন লিঁও।

অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে প্রয়াত স্পিনার শেন ওয়ার্ন ১৪৫ ম্যাচে ৭০৮ ও পেসার গ্লেন ম্যাকগ্রা ১২৪ ম্যাচে ৫৬৩টি উইকেট নিয়েছেন।

সবচেয়ে বেশি টানা টেস্ট খেলা ক্রিকেটার

অ্যালিষ্টার কুক (ইংল্যান্ড)    ১৫৯
অ্যালান বোর্ডার (অস্ট্রেলিয়া)    ১৫৩
মার্ক ওয়াহ (অস্ট্রেলিয়া)    ১০৭
সুনীল গাভাস্কার (ভারত)    ১০৬
ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড)    ১০১
নাথান লিঁও (অস্ট্রেলিয়া)    ১০০*

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি