ঢাকা, মঙ্গলবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

নিজ জেলায় ঈদ উদযান করছেন সাকিব আল হাসান

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১৪, ২৯ জুন ২০২৩

Ekushey Television Ltd.

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবার পরিবার নিয়ে ঈদুল আজহা পালন করছেন তার নিজ শহর মাগুরায়। 

বৃহস্পতিবার সকাল ৮টায় স্থানীয় নোমানী ময়দান মাঠে মাগুরার প্রধান ঈদ জামাতে শরিক হন এই বিশ্ব সেরা ক্রিকেটার।

নামাজ শেষে তাকে এক নজর দেখতে এবং তার সাথে কুশল বিনিময় করতে হাজারো মানুষের ঢল নামে নোমানি ময়দান মাঠে।

ঈদের নামাজ শেষে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

ভক্তদের ভীড়ে দ্রুত মাঠ ছেড়ে বাসায় চলে যান সাকিব আল হাসান। এসময় মাঠে উপস্থিত ছিলেন সাকিবের বাবা মাসরুর রেজা, মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, মাগুরার জেলা প্রশাসক আবু নাসের বেগ, পৌর মেয়র খুরশিদ হায়দার সহ জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

এর আগে গতকাল বুধবার সকালে সপরিবারে সাকিব মাগুরায় আসেন। 

ঈদের নামাজ শেষে সাকিব আল হাসান, দেশবাসী ও দেশের বাইরের বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ ক্রিকেটের সাথে থাকার পাশাপাশি বাংলাদেশ ক্রিকেটের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। 

এসবি/ 
 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি