ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

লিটন-শান্তর বিদায়ে চাপে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩০, ৫ জুলাই ২০২৩ | আপডেট: ১৫:৩৩, ৫ জুলাই ২০২৩

অধিনায়ক তামিম ইকবালের বিদায়ের পর লিটন দাস ও নাজমুল হোসেন শান্তকে হারিয়ে চাপে বাংলাদেশ। 

পরপর ২ ওভারে ২ উইকেট হারায় বাংলাদেশ। মোহাম্মদ নবির প্রথম বলেই সুইপ করে বিপদ ডেকে আনেন নাজমুল হোসেন শান্ত। ১৬ বলে ১২ রান করে আউট হন শান্ত। 

দ্বাদশ ওভারে মুজিবের বলে লিটনের বিদায়ের পর ত্রয়োদশ ওভারে নবিকে আক্রমণে আনেন আফগান অধিনায়ক। তা কাজে লেগে যায় শুরুতেই। নবির লেগ স্টাম্পে থাকা বল হাঁটু নামিয়ে সুইপ করতে যান শান্ত। এক মুহূর্তের জন্য সিদ্ধান্তহীনতায় ভোগেন বলেও মনে হয়।  ব্যাটের ওপরের কানায় লেগে সহজ ক্যাচ যায় শর্ট ফাইন লেগে।

এর আগের ওভারে মুজিবের বলে আউট হন লিটন দাস। ইনিংসের ১২তম ওভারে আফগান স্পিনার মুজিবুর রহমানের করা বলে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফিরেন লিটন। মুজিবের খাটো লেংথের বলটি লিটন চাইলে নিচেও খেলতে পারতেন। কিন্তু তুলে মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে রহমান শাহর হাতে ক্যাচ দিয়েছেন। 

ডানহাতি এই ব্যাটার আউট হওয়ার আগে করেছেন ৩৫ বলে ২৬ রান।

১৫ ওভার শেষে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৮৪ রান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। লিটনকে সঙ্গে নিয়ে ভালোই শুরু করেন তামিম। তবে ৭ ওভারে ফারুকির বলে আউট হয়ে ফিরে যান অধিনায়ক।

ব্যক্তিগত ২১ বলের মোকাবেলা ১৩  রান করে আউট হন তামিম। 

সর্বশেষ ওয়ানডের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।  এবাদত হোসেন, রনি তালুকদার ও মৃত্যুঞ্জয় চৌধুরী পরিবর্তে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে একাদশে সুযোগ হয়েছে সাকিব আল হাসান, আফিফ হোসেন ও তাসকিন আহমেদের।

মার্চে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন আফিফ। এরপর ঘরে ও বিদেশের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে দু’টি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মিস করেন ২৫ ওয়ানডেতে ৩টি হাফ-সেঞ্চুরিতে ৫৪২ রান করা আফিফ।

তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং মুস্তাফিজুর রহমানকে নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। সাকিবের সাথে স্পিন বিভাগে আছেন মেহেদি হাসান মিরাজ।

আফগানিস্তানের হয়ে এ ম্যাচে অভিষেক হচ্ছে পেসার মোহাম্মদ সেলিমের।  

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ
হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি ও সেলিম সাফি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি