ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

২৫০ ম্যাচ খেলার কীর্তি গড়লেন মুশফিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৭, ৮ জুলাই ২০২৩

বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে ওয়ানডে ক্রিকেটে ২৫০ ম্যাচ খেলার কীর্তি গড়লেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেই এই মাইলফলক স্পর্শ করেন মুশফিক।

২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় মুশফিকের। 

এই ম্যাচের আগে ২৪৯ ওয়ানডেতে ৯টি সেঞ্চুরি ও ৪৪টি হাফ-সেঞ্চুরিতে ৩৭ দশমিক ০৫ গড়ে ৭১৮৮ রান করেছেন তিনি।

মুশফিকের পর বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছেন তামিম ইকবাল। ২৪১ ওয়ানডেতে ৮৩১৩ রান আছে তামিমের।

২৩৫টি ওয়ানডে নিয়ে তালিকার তৃতীয়স্থানে আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্যারিয়ারে ব্যাট হাতে ৭১৪৭ রান ও বোলিংয়ে ৩০২ উইকেট শিকার করেছেন সাকিব।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি