ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ কীর্তি সাকিবের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২১, ১২ জুলাই ২০২৩

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে ১৪ হাজার রান ও ৬শ উইকেটের মালিক হলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

গতকাল আফগানিস্তানের বিপক্ষে শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আন্তর্জাতিক  অঙ্গনে এমন কীর্তি গড়েন সাকিব।

তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামার আগে আন্তর্জাতিক অঙ্গনে সাকিবের পরিসংখ্যান ছিলো- ৪১৫ ম্যাচে ১৩৯৭১ রান ও ৬৭৩ উইকেট। ৬৬ টেস্টে ৪৪৫৪ রান ও ২৩৩ উইকেট, ২৩৪ ওয়ানডেতে ৭১৭২ রান ও ৩০৪ উইকেট এবং ১১৫ টি-টোয়েন্টিতে ২৩৪৫ রান ও ১৩৬ উইকেট।

আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৩৯ রান ও ১ উইকেট নেন সাকিব। ৩৯ রানের ইনিংস খেলেই আন্তর্জাতিক অঙ্গনে ১৪ হাজার রান পূর্ণ করেন সাকিব। এখন সাকিবের ক্যারিয়ার পরিসংখ্যান- ১৪০১০ রান ও ৬৭৪ উইকেট। অন্তত ১৪ হাজার রান ও ৬শ উইকেট নেয়ার ডাবলের কীর্তির জন্ম সাকিবের হাত ধরেই এলো।

এর আগে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ১২ হাজার রান ও ৬শ উইকেট এবং ১৩ হাজার রান ও ৬শ উইকেটের মালিক হন সাকিব। এখন ১৪ হাজার রান ও ৬শ উইকেটের মালিক তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে ২৫৫৩৪ রান আছে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জক ক্যালিসের। কিন্তু ক্যালিসের উইকেট সংখ্যা ৫৭৭টি।

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি