ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নামছে বাঘিনীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৫, ১৩ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

হোয়াইটওয়াশ এড়ানো মিশনে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ নারী দল। 

মিরপুরে ম্যাচটি শুরু হবে আজ বৃহস্পতিবার দুপুর ২টায়।

প্রথম ম্যাচে সহজে হার মানলেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে লাড়াই করেছে টাইগ্রেসরা। বোলারদের নৈপুন্যে ভারতের মেয়েদের মাত্র ৯৫ রানে অল-আউট করেও ব্যাটিং ব্যর্থতায় হারই সঙ্গি হয়েছে বাংলাদেশের। 

তৃতীয় ম্যাচে ঘুড়ে দাঁড়াতে চায় নিগার সুলতানার দল। সর্বোচ্চ দিয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতেই মাঠে নামছে তারা। 

এদিকে, প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ বাগিয়ে নিয়েছে ভারত। শেষ ম্যাচেও সেই ধারা অব্যাহত রাখতে চায় সফরকারীরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি