ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ডমিনিকা টেস্টের প্রথম দিনেই চালকের আসনে ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৩, ১৩ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

ভারত-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে শুরু হয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের তৃতীয় আসর। তবে ডমিনিকা টেস্টের প্রথম দিনেই চালকের আসনে ভারত। 

ওয়েস্ট ইন্ডিজেকে দেড়শ’ রানে অলআউট করার পর কোনো উইকেট না হারিয়ে দিন শেষ করেছে সফরকারীরা।

উইন্ডসর পার্কে টস জিতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পরেনি উইন্ডিজরা। রবিচন্দন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার বোলিং তোপে মাত্র দেড়শ’ রানেই সবকটি উইকেট হারায় স্বাগতিকরা। 

যাওয়া-আসার মিছিলে সর্বোচ্চ ৪৭ রান করেছেন অলিখ আথানাজে। ভারতের হয়ে ৫টি উইকেট নিয়েছেন অশ্বিন আর জাদেজা নিয়েছেন ৩টি। 

জবাবে ব্যাট করতে নেমে কোনো বিপদ ছাড়াই দিন পার করেছে ভারত। জয়সওয়াল ৪০ আর রোহিত শর্মা অপরাজিত আছেন ৩০ রানে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি