ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্রিকেট ছেড়ে সিনেমায় নামছেন ধোনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২২, ১৪ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। খেলাধুলার পাশাপাশি বিনোদন জগতেও আগ্রহ রয়েছে তার। তাই তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর স্ত্রীর সঙ্গে মিলে খুলেছেন নিজস্ব প্রযোজনা সংস্থা, ‘ধোনি এন্টারটেইনমেন্টস’। 

এবার আসছে সেই প্রযোজনা সংস্থার প্রথম সিনেমা ‘লেটস গেট ম্যারেড’। ছোট করে যাকে বলা হচ্ছে ‘এলজিএম’। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিনেমাটির ট্রেইলার। 

জানা গেছে, পুরোপুরি বিনোদনমূলক অর্থাৎ রোমান্টিক কমেডি ঘরানার হতে যাচ্ছে ‘এলজিএম’। রমেশ তামিলমণি পরিচালিত এ সিনেমার মূল গল্প এক অল্পবয়সি জুটিকে নিয়ে, যারা বিয়ে করতে গিয়ে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। তামিল ভাষায় নির্মিত সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন হরিশ কল্যাণ, ইভানা, নাদিয়া, যোগী বাবু ও মির্চি বিজয়। তবে মজার বিষয় হচ্ছে, ‘লেটস গেট ম্যারেড’ সিনেমার মূল ভাবনা এসেছে ধোনির স্ত্রী সাক্ষীর কাছ থেকে। 

চলতি মাসেই এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর আগে, ২০১৬ সালে এই সাবেক ক্রিকেটারের জীবন নিয়ে তৈরি হয়েছিল ‘এম এস ধোনি : দ্যা আনটোল্ড স্টোরি’ সিনেমাটি। যেখানে ধোনির চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি