ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

আফগানদের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২০, ১৪ জুলাই ২০২৩

আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলতে আজ শুক্রবার মাঠে নামছে টাইগাররা। ২ ম্যাচের এ সিরিজ অনুষ্ঠিত হবে সিলেটে, বাংলাদেশ সময়ে সন্ধ্যা ৬টায়।

টি-টোয়েন্টিতে দুই দলের নয়বারের দেখায় রশিদরা জিতেছে ৬বার এবং সাকিব বাহিনী জিতেছে মাত্র ৩টি ম্যাচ। একবার ধবল ধোলাইয়ের শিকারও হয়েছে সাকিব-মুশফিকরা। সিলেটে বাংলাদেশের রেকর্ডও খুব একটা ভালো নয়। এখানে তারা দু’টি টি-টোয়েন্টি খেলে দুটিতেই হার মেনেছে। তবে সাম্প্রতিক সময়ে কুড়ি ওভারের ম্যাচে বাংলাদেশের রেকর্ড বেশ ভালো। শেষ দুটি সিরিজে সাকিবরা ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে এবং আয়ারল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছে। দুটি সিরিজে টাইগারদের বেশ আক্রমণাত্মক ঢংয়ে খেলতে দেখা গেছে।

ক্রিকেটের খুদে সংস্করণে বাংলাদেশ এখন নতুন ব্র্যান্ডের ক্রিকেট খেলে। এই সিরিজেও কি সেটা দেখা যাবে? এ প্রসঙ্গে দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ঘরের মাঠে দু’টি সিরিজই আমরা ভালো খেলেছি। এটা আমাদের জন্য নতুন আরেকটি চ্যালেঞ্জ। আফগানিস্তান অবশ্যই ভালো দল। যেভাবে আমরা ক্রিকেটটা খেলছি, চেষ্টা থাকবে প্রতিটি ম্যাচেই সেভাবে পারফর্ম করার। আপনি যাকে ইচ্ছা ফেভারিট বলতে পারেন, তবে আমরা দুই ম্যাচই জিততে চাই।

আগামী বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। আফগান ক্যাপ্টেন রশিদ খান এ সিরিজ থেকে সে প্রস্তুতি নিতে চান। তিনি বলেন, এটা আমাদের জন্য বিশ্বকাপের প্রস্তুতি। আমি ফল নিয়ে ভাবছি না, দলের ওপর চাপও দিতে চাই না। আমরা শত ভাগ প্রস্তুতি নেব, তাহলে বেশিরভাগ সময় আপনি সঠিক ফল পাবেন। মূল লক্ষ্য হলো প্রতিদিনই উন্নতি করা।

কাগজে কলমে কিংবা হেড টু হেড লড়াইয়ে আফগানরা এগিয়ে থাকলেও নতুন ব্র্যান্ডের ক্রিকেট খেলা বাংলাদেশও আজ ছেড়ে কথা বলবে না। আজ সিলেটে বৃষ্টির শঙ্কাও রয়েছে।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি