ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

৯ রানেই আফগানদের ওপেনিং জুটি ভাঙলেন তাসকিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩০, ১৬ জুলাই ২০২৩

জিতলেই প্রথমবারের মতো আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত হবে। এমন সমীকরণের ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। 

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় আফগানরা। ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ।

ঠিক পরের বলেও বাউন্ডারি হাঁকাতে চেয়েছিলেন তিনি। কিন্তু বল ব্যাটের কানায় লেগে ফ্লাডলাইটের উপরে উঠে যায়। নিজের বলে নিজেই ক্যাচ তুলে নেন তাসকিন। রহমানউল্লাহর বিদায়ে ৯ রানে প্রথম উইকেট হারায় আফগানরা। 

সিরিজের প্রথম ম্যাচে ১৫৫ রানের টার্গেট তাড়ায় শেষ বল আগেই ২ উইকেটের রোমাঞ্চ কর জয় পায় বাংলাদেশ।

কেআই// 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি