ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ফুটবলার মাশরাফি, ক্রিকেটার মাশরাফি

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৩, ১৭ জুলাই ২০২৩

শতভাগ পরিশ্রম দিয়ে পুরো ৯০ মিনিটের ফুটবল খেলা প্রাণবন্ত করে তোলেন ক্রিকেটার মাশরাফি। তার দল ছিল নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। 

এই ফাউন্ডেশনেরই আয়োজনে রোববার (১৬ জুলাই) বিকালে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। প্রতিপক্ষ দল ছিল নড়াইল জেলা ফুটবল একাদশ।

পুরো ৯০ মিনিটের খেলায় দুই দলই শক্ত প্রতিদ্বন্দ্বী। একপক্ষের অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মর্তুজা। 

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত খেলাটি বিপুল সংখ্যক দর্শক উপভোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আব্দুর রশিদ মন্নু, মাশরাফির বাবা গোলাম মোর্তজা স্বপনসহ ফুটবলপ্রেমীরা।

গোলশূণ্য খেলা শেষ হওয়ায় দু’দলকেই বিজয়ী ঘোষণা করা হয়। 

এর আগে গত ১৫ জুলাই বিকালে নড়াইলের লোহাগড়া উপজেলার কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলায় অংশ নেন মাশরাফি বিন মর্তুজা এমপি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি