ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ক্রিকেট বিশ্বকাপের ট্রফি বাংলাদেশে আসছে মধ্যরাতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৭, ৬ আগস্ট ২০২৩ | আপডেট: ১৫:১৪, ৬ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

আজ মধ্যরাতে বাংলাদেশ আসছে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। বরণ করে নিতে ইতিমধ্যে সকল প্রস্তুতি নিয়ে রেখেছে বিসিবি।

শাহজালাল বিমারবন্দরে ট্রফি নিয়ে আগত প্রতিনিধি দলকে স্বাগত জানাতে নির্ধারিত সময়ের আগেই যাবেন ক্রিকেট বোর্ডে প্রতিনিধি দল। 

তিন দিনের প্রদর্শনের জন্য তিনটি জায়গা ভাগ করা হয়েছে। সোমবার পদ্মা সেতুতে ছবি তোলার জন্য নেওয়া হবে ট্রফি। সেখান থেকে ফিরে রাখা হবে হোটেলে। 

পরদিন মিরপুর স্টেডিয়ামে ক্রিকেটার, বিসিবি পরিচালক, বিসিবি কর্মকর্তা-কর্মচারী, ক্রিকেট সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ করে দেওয়া হবে। 

শেষের দিন বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সর্বসাধারণের জন্য ট্রফি প্রদর্শন করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি