ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

লিটনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন সাকিবের মন্ট্রিয়ল টাইগার্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৫, ৭ আগস্ট ২০২৩

গ্লোবাল টি-টোয়েন্টি লিগের ফাইনালে লিটন দাসের সারে জাগুয়ার্সকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে সাকিবের মন্ট্রিয়ল টাইগার্স।

শ্রীলংকায় খেলতে যাওয়ার আগে কানাডায় টাইগার্সের হয়ে ৪ ম্যাচ খেলেছেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডার ফাইনালে না থাকলেও তার দল ঠিকই ট্রফি জিতেছে। 

ব্রাম্পটনের সিএএ সেন্টারে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৩০ রান তোলে সারে জাগুয়ার্স। টুর্নামেন্ট জুড়ে ভাল খেললেও ফাইনালে নিজেকে মেলে ধরতে পারেননি লিটন দাস। ১৩ বলে ১২ রান করেছেন টাইগার ওপেনার। 

জবাবে শেষ বলে ছক্কা মেরে ৫ উইকেটে ১৩৫ রান তুলে দলকে জিতিয়েছেন আন্দ্রে রাসেল। 

দুই ক্যারিবিয়ান শেরফানে রাদারফোর্ড ও আন্দ্রে রাসেল জুটি অবিচ্ছিন্ন থেকে ম্যাচ জেতান। শেষ দুই ওভারে ২৯ রান নেন তারা। শেষ ওভারে মন্ট্রিয়লের দরকার ছিল ১৩ রান।  আম্মার খালেদের ওই ওভারের দ্বিতীয় বলে ছয় হাঁকান রাসেল। আর শেষ বলেও ছক্কা মেরে ম্যাচ শেষ করেন ক্যারিবিয়ান তারকা। 

মাত্র ৬ বলে ১ চার ও ২ ছয়ে ২০ রানে অপরাজিত ছিলেন রাসেল।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি