ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

লঙ্কান লিগে সাকিব-হৃদয়ের দলের হার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৪, ৮ আগস্ট ২০২৩

লঙ্কান প্রিমিয়ার লিগের আলাদা ম্যাচে হেরেছে সাকিবের গল টাইগান্স ও আর তৌহিদ হৃদয়ের জাফনা কিংস।

দিনের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৮৮ রান করে সাকিবের গল টাইটান্স। এই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগই আসেনি বিশ্বসেরা অলরাউন্ডারের। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন টিম শেইফার্ট। 

জবাবে, বাবর আজমের সেঞ্চুরিতে ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় কলোম্ব স্ট্রাইকার্স। বল হাতে ৪ ওভারে ৩০ রানে দিয়ে কোনো উইকেট পাননি সাকিব। 

অন্য ম্যাচে, ডাম্বুলা অরার দেয়া ১৩৪ টানের টার্গেটেও ৯ রানে হেরেছে তৌহিদ হৃদয়ের জাফনা কিংস। রানের খাতা খোলার আগেই বিদায় নেন হৃদয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি