ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বকাপ ট্রফি এখন মিরপুরে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৮, ৮ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ট্রফি এখন মিরপুরের শের-ই-বাংলা-জাতীয়-ক্রিকেট স্টেডিয়ামে। ট্রফির সঙ্গে ছবি তুলেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। টাইগারদের কোচিং স্টাফ এবং বিসিবি কর্মকর্তারাও ছবি তুলেছেন।

মঙ্গলবার সকাল ৯টায় মিরপুরের বিসিবি কার্যালয়ের প্রাঙ্গণে আনা হয় বিশ্বকাপের ট্রফিটিকে। স্বপ্নের ট্রফিটি ছুঁয়ে দেখেন ক্রিকেটাররা।

মুশফিকুর রহিমের হাত ধরে মঞ্চে উঠে সোনালী ট্রফিটি। এরপর পুরো দল মঞ্চে উঠে আসে। সবাই একসঙ্গে তুললেন ছবি। ছবি তোলেন মাঠকর্মীরাও

দুপুর পর্যন্ত মিরপুরেই থাকবে ট্রফি। এখানে জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটার, নারী দলের ক্রিকেটার, বিসিবি পরিচালক, বিসিবির কর্মকর্তা-কর্মচারী, ক্রিকেট সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ থাকছে।

মিরপুরের হোম অব ক্রিকেটে ট্রফি প্রদর্শন আর ফটোসেশনের পর আগামীকাল বুধবার (৯ আগস্ট) রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সর্বসাধারণের জন্য ট্রফি প্রদর্শন করা হবে। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সাধারাণ মানুষ ছবিও তুলতে পারবেন বিশ্বকাপ ট্রফির সঙ্গে। এর জন্য কোনো টিকিটও লাগবে না।

গত রোববার (৬ আগস্ট) মধ্যরাতে বিশ্বকাপের ট্রফি আসে বাংলাদেশে। গতকাল সোমবার পদ্মা সেতুতে বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়া হয় ফটোসেশনের জন্য। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর মাওয়া পয়েন্টে রাখা হয় ট্রফিটি। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি