ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নারী বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত করলো স্পেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৬, ১১ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

নারী বিশ্বকাপে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করলো স্পেন।

নিউজিল্যান্ডের ওয়েলিংটন রিজিওনাল স্টেডিয়ামে প্রথম থেকেই মাঝ মাঠ দখলের চেষ্টা চালায় দু’দল। সময় বাড়ার সাথে সাথে আক্রমন-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে প্রথমার্ধ কাটে গোলশুন্য অবস্থায়।

বিরতির পর পেনাল্টি থেকে এগিয়ে যায় স্পেন। গোল শোধে মরিয়া ডাচরা আক্রমণের গতি বাড়ায়। যোগকরা সময়ে সাফল্য পায় নেদারল্যান্ডস। ১-১ গোলে নির্ধারিত সময় শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

সেখান থেকে ম্যাচের ১১১ মিনিটে ১৯ বছর বয়সী সালমা পারালুয়েরোর গোলে এগিয়ে যায় স্পেন। নরী বিশ্বকাপ ফুটবল ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করার কৃতিত্ব দেখান সালমা। শেষ বাশি বাজার সাথে সাথে জয়োল্লাসে মাতে স্প্যানিশরা।

এসবি/ 


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি