ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

দুঃসংবাদ পেলেন মেসি, সেমিতে সঙ্কটে মায়ামি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৯, ১৫ আগস্ট ২০২৩

দলে যোগ দিয়েই হারের বৃত্তে আটকে যাওয়া ইন্টার মায়ামিকে জয়ের ধারায় ফেরান মেসি। বলতে গেলে তিনি একক নৈপুণ্যেই মায়ামিকে টেনে তুলেছেন লিগস কাপের সেমিফাইনালে।

তবে এবার একটা বড় ধাক্কাই খেতে চলেছে ইন্টার মায়ামি। জানা গেছে চোটের কারণে মেসির সেমিফাইনালে খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। 

অনুশীলনের সময় মেসির অ্যাঙ্কেল মচকে গেছে। যদিও মায়ামি কোচ জেরার্দো মার্টিনো আশাবাদী। তার দাবি, মেসির ফিটনেস নিয়ে চিন্তার কিছু নেই।

ইন্টার মায়ামির হয়ে ৫ ম্যাচে  ৮টি গোল করেছেন মেসি। ফিলাডেলফিয়ার ইউনিয়নের বিপক্ষে মায়ামির সেমিফাইনাল বাংলাদেশ সময় আগামীকাল বুধবার ভোর ৫টায়। 

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি