ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

লঙ্কান লিগে আজই ফাইনাল নিশ্চিত করতে চায় সাকিব-লিটনরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৬, ১৭ আগস্ট ২০২৩

শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ডাম্বুলা অরার বিপক্ষে মাঠে নামছে সাকিব-লিটনের দল গল টাইটান্স। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে আজই ফাইনাল নিশ্চিত করতে চায় টাইটান্স।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায়।

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য দুর্দান্ত জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে টাইটান্স। পরে টানা চারটি ম্যাচ হেরে প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ার শঙ্কায় পরে দলটি। শেষ দুই ম্যাটে আবারও লক্ষ্যে ফিরে তারা। 

শেষ ম্যাচের দাপুটে জয়ে দ্বিতীয় স্থানে থেকে কোয়ালিফায়ারে খেলার যোগ্যতা অর্জন করে টাইটান্স। আজ হারলেও আরও একটি সুযোগ পাবেন সাকিবরা। 

তবে সেদিক না ভেবে জয় দিয়ে আগ-ভাগেই ফাইনাল নিশ্চিত করতে চায় সাকিব-লিটনরা। 

এদিকে, গ্রুপ সেরা হিসেবে কোয়ালিফায়ারে এসেছে ডাম্বুলা। 

একই দিনে রাত ৮টায় ইলিমিনেটর ম্যাচে বি-লাভ ক্যান্ডির মুখোমুখি হবে জাফনা কিংস। এই ম্যাচের বিজয়ী দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে ফাইনালে ওঠার সুযোগ থাকবে সাকিব-লিটনদের। আগামী ১৯শে আগস্ট অনুষ্ঠিত হবে এলপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি