ঢাকা, রবিবার   ০২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পাকিস্তান সফরে যাচ্ছেন বিসিসিআই’র বিনি ও শুক্লা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৪, ২৬ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

আসন্ন এশিয়া কাপের খেলা দেখতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)  আমন্ত্রনে সাড়া দিয়ে আগামী  ৪ সেপ্টেম্বর পাকিস্তান সফরে যাচ্ছেন বিসিসিআই সভাপতি রজার বিনি ও সহ-সভাপতি রাজীব শুক্লা। ৭ সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তানে থাকবেন তারা। এ সময়ে  এশিয়া কাপের দু’টি ম্যাচ দেখবেন বিসিসিআই  কর্মকর্তারা। 

২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার কয়েক মাস আগে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত এশিয়া কাপ দেখতে গিয়েছিলেন বিসিসিআইয়ের কর্মকর্তারা। সে সময়  বিসিসিআইর সভাপতি ছিলেন শারদ পাওয়ার।

২০০৮ সালে মুম্বাইয়ে  সন্ত্রাসী হামলার পর এবারই প্রথম পাকিস্তান সফরে যাবে বিসিসিআইর প্রতিনিধিরা। গত কয়েক বছরে বিসিসিআই ও পিসিবির সর্ম্পকের উন্নতি না হওয়ায় এবারের সফরটি বেশ ইতিবাচক  মনে করছেন অনেকেই।  

আগামী এশিয়া কাপের মূল আয়োজক পাকিস্তান। কিন্তু দ্বিপাক্ষীক সিরিজের জন্য বারবার অনুরোধ এবং ভারতের মাটিতে পাকিস্তানের বিশ^কাপ বয়কটের হুমকি সত্বেও আসন্ন এশিয়া কাপ খেলতে  পাকিস্তান  যেতে রাজি হয়নি ভারতীয় দল।  
অনেক আলোচনার পর শেষ পর্যন্ত  পাকিস্তানের দেয়া হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজনের সিদ্বান্ত নেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সেই মডেলে পাকিস্তান ও শ্রীলংকায় অনুষ্ঠিত হবে এবারের আসর।  নিজেদের সবগুলো ম্যাচই শ্রীলংকার মাটিতে খেলবে ভারত।  

অভ্যন্তরীন একটি সূত্র  ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছে, ‘২ সেপ্টেম্বর শ্রীলংকার ক্যান্ডির পাল্লেকেলেতে ভারত-পাকিস্তানের ক্রিকেট যুদ্ধ দেখবেন বিনি-শুক্লা ও বিসিসিআই সচিব জয় শাহ। ৩ সেপ্টেম্বর ভারতে ফিরবেন তারা। ৪ সেপ্টেম্বর আটারি-ওয়াগাহ সীমান্ত দিয়ে পাকিস্তানের লাহোরে যাবেন বিনি ও শুক্লা।’

৪ সেপ্টেম্বর লাহোরে গভর্নরের বাসভবনে বিনি ও শুক্লাকে  সস্ত্রীক  মধ্যহ্নভোজের  আমন্ত্রন জানানো হয়েছে। 

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি