ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪

সেরা ক্রিকেট খেলতে পারলে এশিয়া কাপ জয় অসম্ভব নয়: তাসকিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩১, ২৭ আগস্ট ২০২৩

নিজেদের সেরা পারফরমেন্স করতে পারলে এশিয়া কাপ  শিরোপা জয় সম্ভব মনে করছেন টাইগার পেসার তাসকিন আহমেদ।  বেশ কিছু দিন যাবতই ওয়ানডে ফরম্যাটে বড় দল হিসেবে পরিচিত বাংলাদেশ দল। তবে বড় দলগুলোর বিপক্ষে নিয়মিত জয়ের দেখা পেলেও ২০১৯ সালে প্রথম বহুজাতিক টুর্নামেন্টের শিরোপা জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ঐ সময়ের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে ত্রিদেশীয় সিরিজ জিতেছিল টাইগাররা।

তিনবার এশিয়া কাপের ফাইনাল খেলেছে বাংলাদেশ। কিন্তু শিরোপা জয়ের খুব কাছে গিয়েও সাফল্যের দেখা পায়নি টাইগাররা। 

এবার বাংলাদেশকে নিয়ে আশাবাদী তাসকিন। তিনি জানান, অতীতে বাংলাদেশের কোন দল যা অর্জন করতে পারেনি এবার তারা সেটাই করে দেখাতে চান। 

এশিয়া কাপ খেলতে আজ শ্রীলংকার উদ্দেশ্যে দলের সাথে দেশ ছাড়ার আগে তাসকিন বলেন, ‘অবশ্যই আমাদের প্রধান টার্গেট এশিয়া কাপের ফাইনাল এবং আমার  বিশ্বাস, আমরা করতে পারবো।’

তিনি আরও বলেন, ‘দলগত অর্জন সবসময় সবকিছুর উর্ধ্বে থাকে। দল হিসেবে খেলতে পারলে এবং ফাইনালে উঠতে পারলে আমি খুশি হব। নিশ্চিতভাবেই আমরা চ্যাম্পিয়ন হতে চাই কিন্তু আসল বিষয় হল- আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। কেননা  আইসিসি ওয়ানডে বিশ্বকাপ এগিয়ে আসছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যদি নিজেদের সেরা খেলাটা খেলতে পারি, তাহলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব।’

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ওয়ানডেতে বাংলাদেশের পারফরমেন্স ছিল প্রশংসনীয়। এরপর ১৫টি ম্যাচে অংশ নিয়ে ৮টি জয় এবং ৫টিতে হেরেছে তারা। বাকি দুই ম্যাচ পরিত্যক্ত হয়।

বাংলাদেশের ব্যাটিংয়ে চোখে পড়ার মত পরিবর্তন হয়েছে। ব্যাট হাতে প্রতি ম্যাচেই টাইগারদের  ৩শর বেশি রান করতে মুখিয়ে থাকতে দেখা গেছে।

তাসকিন বলেন, ‘আমাদের পারফরমেন্সের গ্রাফ সন্তোষজনক। নিজেদের অবস্থান থেকে সকলেই অবদান রাখার চেষ্টা করছে। আমার  মনে হয় আমরা যে ফলটা অর্জন করতে চাই  সেটার ভাল সম্ভাবনা আছে।’
 

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি