ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪

এশিয়া কাপে প্রথম ম্যাচে খেলতে পারবেন না লিটন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৩, ৩০ আগস্ট ২০২৩

হঠাৎ জ্বরে আক্রান্ত হবার পর পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচে খেলতে পারবেন না ওপেনার লিটন দাস। 

বৃহস্পতিবার (৩১ আগস্ট) পাল্লেকেলেতে যৌথ-আয়োজক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ। তবে 
এখনও শ্রীলংকা পৌঁছতে না পারায়  বাংলাদেশের প্রথম ম্যাচে খেলার কোন সুযোগ নেই লিটনের। 

বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেছেন, ‘মঙ্গলবার তার ফ্লাইটে উঠার কথা ছিল। দুর্ভাগ্যবশত হঠাৎ জ্বরে আক্রান্ত হবার পর এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি লিটন।’

তিনি আরও বলেন, ‘আমরা তার আপডেটের অপেক্ষায় আছি। সুস্থ হলেই ফ্লাইটে উঠবেন লিটন। এটা নিশ্চিত প্রথম ম্যাচ খেলবে না সে।’

বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছে, মঙ্গলবার একটি পরীক্ষা করা হয়েছে লিটনের। এই পরীক্ষার ফলাফলের ওপর তার সার্বিক অবস্থা নির্ভর করবে।

যেহেতু প্রথম ম্যাচে লিটন থাকছেন না, এজন্য আন্তর্জাতিক অঙ্গনে অনভিজ্ঞ দুই ওপেনারকেই খেলাবে বাংলাদেশ। মাত্র চারটি ওয়ানডে খেলেছেন নাইম শেখ। এখনও জাতীয় দলের হয়ে অভিষেক হয়নি তানজিদ হাসান তামিমের।

৩ সেপ্টেম্বর লাহোরে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে লিটন খেলবেন বলে আশাবাদী বিসিবি। এক্ষেত্রে সরাসরি পাকিস্তানে উড়ে যাবেন লিটন। 

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি