ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন লিটন, সুযোগ পেলেন বিজয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০১, ৩০ আগস্ট ২০২৩ | আপডেট: ১১:১২, ৩০ আগস্ট ২০২৩

অসুস্থতায় এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন লিটন কুমার দাস। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। 

লিটনের জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করেছিল ম্যানেজমেন্ট। তবে জ্বর থেকে এখনও সেরে না ওঠায় বিকল্প ভাবতে বাধ্য হয়েছে বোর্ডকে। 

লিটনের বদলি হিসেবে সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়। 

এর আগে, ইনজুরিতে তামিম স্বেচ্ছায় সরে যাওয়ায় ওপেনিংয়ে লিটনই মূল ভরসা ছিল বাংলাদেশের। তার ছিটকে যাওয়ায় টুর্নামেন্ট শুরুর আগে বড় ধাক্কা খেলো টাইগাররা।

যেহেতু এই টুর্নামেন্টে লিটন থাকছেন না, এজন্য আন্তর্জাতিক অঙ্গনে অনভিজ্ঞ দুই ওপেনারকেই খেলাবে বাংলাদেশ। মাত্র চারটি ওয়ানডে খেলেছেন নাইম শেখ। এখনও জাতীয় দলের হয়ে অভিষেক হয়নি অপর ওপেনার তানজিদ হাসান তামিমের।

বৃহস্পতিবার পাল্লেকেলেতে যৌথ-আয়োজক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ। আর ৩ সেপ্টেম্বর লাহোরে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে সাকিবের দল।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি