ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২১, ৩১ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ম্যাচেই টসে জিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন সাকিব আল হাসান।

বুধবার পাকিস্তানের মুলতানে শুরু হয়েছিলো এশিয়া কাপের ১৬তম আসর। আজ টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে। 

ইনজুরির কারণে এশিয়া কাপ খেলতে পারছেন না ওপেনার তামিম ইকবাল। জ্বরের কারণে শেষ মুহূর্তে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন লিটন দাসও। ইনজুরিতে বিশ্বকাপ পর্যন্ত মিস করতে যাচ্ছেন পেসার এবাদত হোসেন।

অন্যদিকে শ্রীলঙ্কা দলেও ইনজুরি সমস্যা রয়েছে। পেসার দুষ্মন্তে চামিরা, লাহিরু কুমারা এবং দিলশান মধুশঙ্কা, সঙ্গে লেগ স্পিন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা দলে নেই। যে কারণে কিছুটা ব্যাকফুটে থাকবে শ্রীলঙ্কাও।

এশিয়া কাপে তিন তিনবার ফাইনালে খেললেও শিরোপা ছোঁয়া হয়নি বাংলাদেশের। এবার সেই বন্ধাত্ব ঘোচানোর মিশনেই মাঠে নামছে টাইগাররা। প্রথম ম্যাচের তাই জয়ের পরিকল্পনাই সাকিবের দলের।

টাইগাররা দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে পাকিস্তানের মাঠে। সুপার ফোরের দিকে এগিয়ে থাকতে জয়ের বিকল্প নেই লাল সবুজের প্রতিনিধিদের।

এদিকে এশিয়া কাপে বাংলাদেশের মুখোমুখি ১৫ দেখায় ১২ ম্যাচেই জিতেছে লঙ্কানরা। এই ম্যাচের সেই ধারাই অব্যাহত রাখতে চায় দাসুন শানাকার দল।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি