ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পাকিস্তানের উদ্দেশ্যে শ্রীলংকা ছাড়লো বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৭, ১ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

আগামী ৩ সেপ্টেম্বর পাকিস্তানের লাহোরে আফগানিস্তানের বিপক্ষে চলমান এশিয়া কাপের ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এজন্য পাকিস্তানের উদ্দেশ্যে আজ স্থানীয় সময় বিকেলে ৪টায় শ্রীলংকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

আজ শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় পাকিস্তানে দলের পৌঁছানোর কথা রয়েছে জানিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আগামীকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বিকেল ৫টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত অনুশীলন করবে বাংলাদেশ।

গতরাতে শ্রীলংকার পাল্লেকেলেতে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপ শুরু করেছিলো বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ৫ উইকেটে ম্যাচটি হেরে যায় তারা।

টস জিতে প্রথমে ব্যাট করে ৪২ দশমিক ৪ ওভারে ১৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। ব্যাট হাতে সর্বোচ্চ ৮৯ রানের ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত। ১৬৫ রানের টার্গেটে ৬৬ বল বাকী রেখেই জয় তুলে নেয় শ্রীলংকা।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের সামনে বাঁচা-মরার সমীকরণ। এ ম্যাচে হারলে টানা দ্বিতীয়বারের মত এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিবে বাংলাদেশ। গেল বছর টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে শ্রীলংকা ও আফগানিস্তানের কাছে হেরে  গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিলো টাইগাররা। 

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি