ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

এশিয়া কাপে টিকে থাকতে আফগানদের মুখোমুখি বাংলাদেশ

আকাশ উজ্জামান

প্রকাশিত : ০৮:৫১, ৩ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ০৮:৫৫, ৩ সেপ্টেম্বর ২০২৩

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচ লঙ্কানদের কাছে হারায় এ ম্যাচটি এখন টাইগারদের কাছে নকআউট। ১৪ বছর পর পাকিস্তানের মাঠিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচে জয়েই চোখ রাখছে সাকিবরা। একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। 

এদিকে, আফগানরা এ ম্যাচে নিজেদেরকে ফেবারিট ভাবছেন। স্বাভাবিকভাবেই জয়ই দেখছে রশিদ খানরা। 

পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়ামে রোববার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় গ্রুপ পর্বের ম্যাচে আফগানদের মুখোমুখি হবে টাইগাররা।

এশিয়া কাপের শুরুতেই হোঁচট খেয়েছে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে হারতে হয়েছে টাইগারদের।

ইনজুরিতে তামিমের না থাকা, জ্বরে ভোগা লিটনের অনুপস্থিতিতে সুযোগ পেয়েও ব্যর্থ তানজীদ তামিম ও নাইম শেখ। বহুলচর্চিত সাত নম্বর পজিশনেও আলো কাড়তে পারেনি মেহিদ মিরাজ ও শেখ মাহাদি হাসান। আফগানদের বিপক্ষে ম্যাচে তাই পরিবর্তন আসছে বাংলাদেশ দলে।

টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প আর কিছুই নেই বাংলাদেশের সামনে। সাম্প্রতিক ফর্মও দুশ্চিন্তার কারণ। তবে এসব তোয়াক্কা না করে মাঠের পরিকল্পনাটা ঠিকঠাক কাজে লাগাতে চায় সাকিবরা।

আফগানদের বিপক্ষে সবশেষ এশিয়া কাপেও হেরেছিল বাংলাদেশ। ঘরের মাঠে ওয়ানডে ফরমেটের স্মৃতিটাও সুখকর নয়। বিশ্বকাপের আগে প্রস্তুতির সেরা মঞ্চ এশিয়া কাপে টিকে থাকতে তাই সামর্থ্যরে সবটাই দিতে চান তাসকিন-মুশফিকরা।

এদিকে, ওয়ানডে সংস্করণে বাংলাদেশের বিপক্ষে মুখোমুখি পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও সাম্প্রতিক দেখায় এগিয়ে আফগানিস্তান। এই ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে চায় রশিদ-মুজিবরা।

বাংলাদেশ দলে ইনজুরি সমস্যা থাকলেও আফগানিস্তানের সবাই পুরোপুরি ফিট। পাকিস্তানের মাটিতে খেলার অভিজ্ঞতার দিক থেকেও এগিয়ে তারা। এ ম্যাচে তাই নিজেদেরকে ফেবারিট ভাবতেই পারেন আফগান কোচ জোনাথন ট্রট।

বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মাহেদি হাসান, নাইম শেখ, শামীম হোসেন পাটোয়ারী, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও এনামুল হক বিজয়।

আফগানিস্তান দল
হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, ইকরাম আলিখিল, রশিদ খান, গুলবাদিন নাইব, করিম জানাত, আব্দুল রহমান, শরফউদ্দিন আশরাফ, মুজিব উর রহমান, নুর আহমেদ, সুলিমান সাফি ও ফজলহক ফারুকি।  

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি