ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শ্রীলঙ্কার বিপক্ষে নামছে বাংলাদেশ, একাদশে পরিবর্তনের আভাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৪, ৯ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে কাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এ ম্যাচে জয়ে ফেরার পাশাপাশি শানাকাদের বিপক্ষে প্রতিশোধ সুযোগ টাইগারদের সামনে। মন্থর উইকেট হওয়ায় পরিবর্তনের আভাস আছে সাকিবের দলে। অন্যদিকে ঘরের মাঠে জয়ের ধারা অব্যহত রাখতে আত্মবিশ্বাসী লঙ্কানরা। 

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার দুপুর সাড়ে ৩টায়।

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে আসর শুরু হয়েছিল টাইগাররা। তবে পরের ম্যাচে ঘুরে দাঁড়ায় সাকিবের দল। আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে বি-গ্রুপ থেকে সবার আগে সুপার ফোর নিশ্চিত করে। পরের ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে আবারও কক্ষচ্যুত বাংলাদেশ।

টুর্নামেন্টে টিকে থাকতে টাইগারদের সামনে আবারও লঙ্কানরা। এবার জয়ের বিকল্প নেই লাল সবুজ জার্সিধারিদের। ওপেনিংয়ের সমস্যা এখনও কাটেনি। লিটন ফিরলেও দ্বিতীয় ম্যাচের কম্বিনেশন ধরে রাখতে মিরাজকে ওপেনিংয়ে নামায় ম্যানেজমেন্ট। তবে এদিন তিনি ব্যর্থ হওয়ায় বদল আসছে ওপেনিংয়ে।

লঙ্কানদের মাটিতে প্রথম ম্যাচ হারলেও স্পিনে ভালো করেছিল বাংলাদেশ। পিসও অনেকটাই মন্থর। তাই একাদশে একজন বাড়তি স্পিনার খেলাতে পারে বাংলাদেশ।

এবার শুরু থেকে আক্রমণাত্মক ক্রিকেটেই নজর থাকবে টাইগারদের। প্রথম ম্যাচে ৬০-৮০ রানের আক্ষেপে পুড়েছিল সাকিবরা। তবে এবার ভুল করতে চায়না হাথুরুসিংহের শিষ্যরা।

এদিকে গ্রুপ পর্বে সব ম্যাচ জিতেই সুপার ফোরে লঙ্কানরা। মাঠে নামার আগে তাই আত্মবিশ্বাসেও ঘাটতি নেই তাদের।

ঘরের মাঠেই সুপার ফোর শুরু করছে শ্রীলঙ্কা। ফাইনালের পথে এগিয়ে থাকতে তাই নিজেদের ডেরায়া কোনো ভুল করতে চায়না দাসুন শানাকার দল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি