ঢাকা, রবিবার   ০৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বলিভিয়াকে উড়িয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু ব্রাজিলের

 আকাশ উজ্জামান

প্রকাশিত : ১০:১৮, ৯ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

বলিভিয়াকে উড়িয়ে ২০২৬ বিশ্বকাপ বাছইপর্ব মিশন শুরু করলো ব্রাজিল। নেইমারের রেকর্ডের দিনে ঘরের মাঠে ৫-১ গোলের জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। জোড়া গোলে কিংবদন্তি পেলের ৭৮ গোলের রেকর্ডটি নিজের করে নিয়েছেন নেইমারা। রিয়াল ফরোয়ার্ড রদ্রিগোও করেছেন দুটি গোল। বাঁকিটা এসেছে রাফিনিহার পা থেকে।

এস্তাদিও এস্টাটান স্টেডিয়ামে এদিন রেকর্ডের স্বাক্ষী হতে হাজির হয়েছিলেন অর্ধলক্ষ হলুদ জার্সির দর্শক। শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলে মাঠ মাতিয়ে রাখেন নেইমার-রাফিনহারা।

১৭ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। তবে স্পট কিক থেকে দুর্বল শটে গোল করতে ব্যর্থ হন নেইমার। এর ৭ মিনিট পর ডেডলক ভাঙেন মাদ্রিদ সুপারস্টার রদ্রিগো। এই গোলে এগিয়ে থেকেই প্রথমার্থ শেষ করে সেলেসাওরা।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক ব্রাজিল। গোলও পেয়ে যায় দুই মিনিটের মধ্যেই। দলকে ২-০ তে এগিয়ে দেন রাফিনহা।

৫৩ মিনিটে জোড়া পূর্ণ করেন রদ্রিগো। এরপরেই আসে সেই মুহূর্ত। দুর্দান্ত গোলে কিংবদন্তি পেলের রেকর্ডটি নিজের করে নিলেন নেইমার। দাঁড়িয়ে নেইমারকে অভিবাদন জানাতে ভুল করলেন না দর্শকরা।

যোগকরা সময়ে আবারও জালের দেখা পায় সুপারস্টার নেইমার। এর মাঝে সান্ত্বনাসূচক একটি গোল করে বলিভিয়া।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি