ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নাসুম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২২, ৯ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ১৫:২৪, ৯ সেপ্টেম্বর ২০২৩

এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। একাদশে এক পরিবর্তন আনা হয়েছে। আফিফ হোসেনের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ শনিবার (৯ সেপ্টেম্বর) টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক সাকিব আল হাসান।

এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হারে বাংলাদেশ। তাই টুর্নামেন্টে ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। 

এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা। মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেনের জায়গায় দলে সুযোগ পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ। 

অন্যদিকে সুপার ফোরে এটা শ্রীলঙ্কার প্রথম ম্যাচ। এর আগে গ্রুপ পর্বে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছিল লঙ্কানরা। জয় দিয়ে সুপার ফোর শুরু করতে চায় শ্রীলঙ্কা।  

বাংলাদেশ একাদশ
নাইম শেখ, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, শামীম পাটোয়ারী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিশাঙ্কা, দ্বিমুখ করুণারত্নে, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), শাদিরা সামারাবিক্রমা, চারিথ আশালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাশুন শনাকা (অধিনায়ক), দুনিথ ওয়েল্লালাগে, মাহিশ থিকসানা, কাশুন রাজিথা ও মাথিসা পাথিরানা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি