সুপার ফোরের লড়াইয়ে ভারতের বিপক্ষে নামছে পাকিস্তান
প্রকাশিত : ০৯:৫৮, ১০ সেপ্টেম্বর ২০২৩
এশিয়া কাপে আবারও ভারত-পাকিস্তান মহারণ। সুপার ফোরের লড়াইয়ে আজ মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। বাংলাদেশের বিপক্ষে জিতে ফাইনালের পথে এগিয়ে রয়েছে পাকিস্তান। ভারতের সঙ্গেও সেই ধারা অব্যাহত রাখতে মরিয়া বাবর আজমরা। অন্যদিকে, পাকিস্তানের বিপক্ষে জয় ছাড়া বিকল্প কিছুই ভাবছে না ভারত।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ রোববার বিকাল সাড়ে তিনটায়।
এক সপ্তাহের ব্যবধানে আবারও ভারত-পাকিস্তান মহারণ। প্রথমটি মাঠে গড়ালেও হয়েছিল মাত্র এক ইনিংস। শুধু পাকিস্তানিদের বোলিং নৈপূন্য দেখার সুযোগ হয়েছিল ক্রিকেট ভক্তদের।
এই ম্যাচেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে ভক্তদের জন্য দারুণ সুখবর দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ভারত-পাকিস্তান মহারণে রাখা হয়েছে রিজার্ভ-ডে। প্রথম দিনে বৃষ্টি বাধায় খেলা না হলে পরের দিনে মাঠে সুযোগ পাচ্ছে দু’দল।
প্রথম ম্যাচে পাকিস্তানি পেইস অ্যাটাকে রীতিমতো দিশেহারা হয়েছিল ভারতের টপ অর্ডার। তবে এবার কোনো ভুল নয়, শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করার পরিকল্পনা করছে শুবমান গিল-রোহিত শর্মারা।
নিজেদের মাটিতে গড়াচ্ছে এবারের বিশ্বকাপ। ভারতের নজরটাও তাই শিরোপার দিকে। বিশ্ব আসরের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে এশিয়া কাপেও শিরোপা জিততে মরিয়া রোহিত শর্মারা।
এদিকে, প্রথম পর্ব থেকে শুরু করে সুপার ফোর, সব জায়গায় হেসে খেলে জিতেছে পাকিস্তান। ব্যাটিং-বোলিং সব বিভাগেই ছড়ি ঘুড়িয়েছে বাবর-শাহীনরা। ভারতের বিপক্ষে একই পরিকল্পনা নিয়ে মাঠে নামছে তারা।
এএইচ