ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাকিস্তান শিবিরে বড় দুঃসংবাদ, ছিটকে যাচ্ছে দুই পেসার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৫, ১২ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ১৬:৩৭, ১২ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ শেষে বড় দুঃসংবাদ পেয়েছে পাকিস্তান। চোটে পরেছেন দুই পেসার হারিস রউফ ও নাসিম শাহ।

আগামী ম্যাচগুলোতে তাদেরকে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এমনকি টুর্নামেন্ট থেকেও ছিটকে যেতে পারেন তারা। 

ভারত-পাকিস্তানের সুপার ফোরের নির্ধারিত ম্যাচ ডে রোববারে চোট পান রউফ। সোমবার রিজার্ভ ডেতে তাকে বিশ্রামে রাখা হয়েছিল। আর ভারতের ইনিংসের ৪৯তম ওভারে কাঁধের চোটে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন নাসিম।

বিশাল ব্যবধানে হারা ম্যাচে তারা কেউই ব্যাটিংয়ে নামেননি। 

এদিকে, এদের দু’জনের বদলি ঠিক করে ফেলেছে পাকিস্তান। দুই পেসার জামান খান ও শাহনেওয়াজ দাহানীকে শ্রীলঙ্কায় ডেকেছে পিসিবি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি