ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নেইমারের অভিষেক ম্যাচে আল হিলালের বড় জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৭, ১৬ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

সৌদি প্রো লিগে নেইমারের অভিষেক ম্যাচে বড় জয় পেয়েছে আল হিলাল। আল রিয়াদেকে ৬-১ গোলে হারিয়েছে তারা।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) আল রিয়াদের বিপক্ষে অভিষেক ঘটে নেইমারের। তবে শুরু একাদশে ছিলেন না নেইমার। পরে মাঠে নেমে গোল না পেলেও অ্যাসিস্ট করেছেন নেইমার। 

ম্যাচের ৩০ মিনিটেই প্রথম গোলের দেখা পায় আল হিলাল। পেনাল্টি থেকে গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেন মিত্রোভিচ। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে নিজেদের দ্বিতীয় গোলের দেখা পায় সৌদি প্রো লিগের ক্লাবটি। আল শাহরানির গোলে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় তারা। 

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে উঠে আল হিলাল। ম্যাচের ৬৪ মিনিটে সৌদি ক্লাবটির জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামেন ব্রাজিল তারকা নেইমার। এর চার মিনিট পর তৃতীয় গোল পায় আল হিলাল। ম্যালকমের অ্যাসিস্টে নাসের গোল করলে ৩-০ গোলের লিড পায় আল হিলাল। 

ম্যাচের ৮৩ মিনিটে চমক দেখান নেইমার। তারকা এই ফুটবলারের অ্যাসিস্ট থেকে গোল করে দলকে ৪-০ গোলে এগিয়ে নেন ম্যালকম। ৮৭ ও ম্যাচের অতিরিক্ত সময়ে সালেম আলদাওসারি আরও দুটি গোল করলে ৬-০ গোলে এগিয়ে যায় আল হিলাল। 

তবে ম্যাচের একেবারের শেষ মুহূর্তে একটি গোল পরিশোধ কেরে আল রিয়াদ। 

শেষ পর্যন্ত নেইমারের অভিষেক ম্যাচে ৬-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আল হিলাল।

জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অভিষেক-অনুভূতির কথা জানিয়েছেন নেইমার। সেখানে একাধিক ছবি পোস্ট করে নেইমার লিখেছেন, ‘অভিষেকে পাওয়া এই জয়ে খুবই আনন্দিত। ট্রিবিউট দেওয়ার জন্য ভক্তদের অনেক ধন্যবাদ।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি