ঢাকা, রবিবার   ০২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ফেসবুকে ‘বিতর্কিত’ পোস্টের জন্য ক্ষমা চেয়েছেন তানজিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০০, ১৯ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

বিতর্কিত ফেসবুক পোস্টের জন্য বিসিবিরর কাছে ক্ষমা চেয়েছেন তানজিম হাসান সাকিব। বিষয়টি জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

এশিয়া কাপের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে আন্তর্জাতি ক্রিকেটে অভিষেক হয় পেসার তানজিমের। সেই ম্যাচে দুই উইকেট নিয়ে সাড়া ফেলেন তিনি।

এরপরই তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে করা কিছু পোস্ট ভাইরাল হয়। যেগুলোতে নারীদের চাকরি করা, বিজয় দিবস অস্বীকার করাসহ নানা বিষয় উঠে আসে। এ নিয়ে ফেসবুকে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়। পরে এ নিয়ে তলব করলে বিসিবির কাছে ক্ষমা চেয়েছেন তানজিম সাকিব।

এ নিয়ে রোববার জালাল বলেন, ‘ক্রিকেট বোর্ড থেকে, ক্রিকেট অপারেশন্স থেকে তানজিম সাকিবের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তার সঙ্গে আমরা কথা বলেছি। মিডিয়া কমিটি থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাকে আমরা অবগত করেছিলাম, যেসব পোস্ট ফেসবুকে এসেছে... তার বক্তব্য হচ্ছে- কাউকে আঘাত করার উদ্দেশ্যে এরকম পোস্ট দেওয়ার কথা না। সে যেসব পোস্ট দিয়েছে, তার নিজ থেকে দিয়েছে, কাউকে উদ্দেশ্য করে না। এটা দেওয়ার পর কারও আঘাত যদি লেগে থাকে, সেজন্য সে দুঃখিত। ’

‘সে বলেছে আমি দুঃখিত। আমরা সতর্ক করেছি ভবিষ্যতে যেন এমন পোস্ট না দেওয়া হয়। সে বলেছে এ ধরনের পোস্ট থেকে বিরত থাকবে। সে যেহেতু ভুল স্বীকার করেছে। সে একটা বড় কথা বলেছে- সে নারী বিদ্বেষী নয়। সে বলেছে আমার মা-ই তো একজন নারী। আমি কীভাবে নারী বিদ্বেষী হতে পারি। (সে কোন ধ্যানধারণার অনুসারী, তার মানসিকতা কেমন) অবশ্যই এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা তাকে পর্যবেক্ষণ করব। ’

ভবিষ্যতে এমন কিছু হলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে জালাল বলেন, ‘তার পরিবারও এ ব্যাপারে খুবই শঙ্কিত। এমন পরিস্থিতি তারাও আশা করেনি। তারাও দুঃখিত। সামনে বিশ্বকাপ আছে, সে তরুণ ছেলে, বয়স কম। এজন্য তাকে সতর্ক করে দেওয়া হয়েছে। এরপরও ওরকম কিছু যদি থাকে তাহলে আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। ’

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি