ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে নামছে বাংলাদেশ

আকাশ উজ্জামান

প্রকাশিত : ০৮:৪১, ২১ সেপ্টেম্বর ২০২৩

ফাইল ছবি

ফাইল ছবি

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পরীক্ষা- নিরীক্ষার সিরিজ শুরু হচ্ছে আজ। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ দিয়ে ওপেনিং-লোয়ার অর্ডারের সমস্যা দূর করার প্রত্যয় বাংলাদেশের। এদিকে নিজেদের কন্ডিশনকে বাংলাদেশকে ভয়ঙ্কর মানলেও মাঠের খেলায় কোনো ছাড় দেবে না কিউইরা। 

মিরপুরে ম্যাচটি শুরু হবে আজ বৃহস্পতিবার দুপুর ২টায়। 

বাংলাদেশের পয়মন্ত সংস্করণ ওয়ানডে ক্রিকেট। তবে এই ফরমেটে শেষ হওয়া এশিয়া কাপে আশানুরূপ ফল পায়নি টাইগাররা। শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জয় পেলেও ওপেনিং ও ফিনিশিং পজিশনের এখনও পরীক্ষা চলছেই।

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজে সব সমস্যার সমাধানের খোঁজে টিম টাইগার্স। বিশ্বমঞ্চে জায়গা পাকা হওয়ায় কয়েকজনকে বিশ্রামে রেখে দল সাজিয়েছে টাইগাররা। ফিরছেন তামিম ইকবাল-মাহমুল্লাহ, সুযোগ হয়েছে সৌম্য সরকারের। সিনিয়রদের থেকে সেরাটাই আশা ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাসের।

লিটন বলেন, ‘দলে দু’জন সিনিয়র খেলোয়াড় থাকলে সেটা অনেকভাবে সাহায্য করে। অনেক দিন পর দলে ফিরেছে তারা। এজন্য আমি তাদের উপর কোন চাপ দিতে চাই না। আমার দায়িত্ব হলো, তাদের জন্য বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করা যাতে তারা নিজেদের খেলা উপভোগ করতে পারে। কেউ খেলাটা উপভোগ করতে পারলে সাফল্যের সম্ভাবনা অনেক বেশি থাকে।’

বেশ কয়েকটা ম্যাচে রান খরায় রয়েছে লিটনের ব্যাটেও। এই সিরিজেই কামব্যাক করতে চান তিনি।

লিটন বলেন, ‘আমি (আমার ভুল) খুঁজে বের করার চেষ্টা করছি এবং অনুশীলন করছি। আশা করছি, দ্রুত ফিরে আসতে পারবো। আত্মবিশ্বাসে ঘাটতি নেই এবং দেখা যাক কি হয়।’

২০০৮ সালের পর নিজ মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডের সিরিজ হারেনি বাংলাদেশ। এই সিরিজেও সেটা ধরে রাখতে চায় মুস্তাাফিজ-লিটনরা।

এদিকে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি অভাবনীয় বলছেন নিউজিল্যান্ডে অধিনায়ক লুকি ফার্গুসন। এই সিরিজেও বাংলাদেশকে সমীহ করলেও মাঠের খেলায় জয়ের ছকই আঁটছে কিউইরা।

সিরিজ শুরু আগে চোখ রাঙানি দেখাচ্ছে বৃষ্টি। বৃষ্টিতে সময়মত মাঠের অনুশীলন করতে পারেনি টাইগাররা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি