ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

৫০ রান দূরে মাহমুদুল্লাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৩, ২১ সেপ্টেম্বর ২০২৩

বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে ৫ হাজার রান ক্লাবে নাম লেখানোর দ্বারপ্রান্তে অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ। আর ৫০ রান করলেই ওয়ানডেতে ৫ হাজার রান পূর্ণ হবে তার।

আজ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজেই মাইলফলক স্পর্শ করার সুযোগ মাহমুদুল্লাহর সামনে।

২০০৭ সালের জুলাইয়ে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় মাহমুদুল্লাহর। আর এ বছরের মার্চে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের সর্বশেষ ওয়ানডে খেলেছেন তিনি। এখন পর্যন্ত ২১৮ ম্যাচের ১৯০ ইনিংসে ৩টি সেঞ্চুরি ও ২৭টি হাফ-সেঞ্চুরিতে ৩৫ দশমিক ৩৫ গড়ে ৪৯৫০ রান করেছেন মাহমুদুল্লাহ। 

৩৭ বছর বয়সী মাহমুদুল্লাহর আগে বাংলাদেশের হয়ে ৫ হাজার রান পূর্ণ করেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান। 

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের শীর্ষ পাঁচ ব্যাটার :
ব্যাটার                         ম্যাচ    ইনিংস    রান          গড়        ১০০    ৫০
তামিম ইকবাল            ২৪১    ২৩৯    ৮৩১৩      ৩৬.৬২    ১৪    ৫৬
মুশফিকুর রহিম          ২৫৫    ২৩৮    ৭৩৮৮    ৩৭.১২       ৯     ৪৬
সাকিব আল হাসান      ২৪০    ২২৭    ৭৩৮৪      ৩৭.৬৭      ৯     ৫৫
মাহমুদুল্লাহ রিয়াদ        ২১৮    ১৯০    ৪৯৫০       ৩৫.৩৫     ৩     ২৭
মোহাম্মদ আশরাফুল   ১৭৫    ১৬৮    ৩৪৬৮     ২২.৩৭      ৩      ২০

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি