ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

টরন্টোকে উড়িয়ে দিয়েছে মেসির দল মায়ামি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৭, ২১ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

মেজর লিগ সকারে বড় জয় পেয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। টরন্টোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। 

ইনজুরি নিয়ে মাঠে নামলেও বেশিক্ষণ খেলতে পারেননি মেসি। ম্যাচের ৩৪ মিনিটে তাকে উঠিয়ে নেন মায়ামি কোচ টাটা মার্টিনো। 

প্রথমার্ধের যোগকরা সময়ে মায়ামিকে এগিয়ে নেন ফ্যাকুন্ডো ফারিয়ার্স। দ্বিতীয়ার্ধে আরও আক্রমনাত্মক খেলে বেকহ্যামের দল। 

৫৪ মিনিটে রোবের্ত টেইলরের পর ব্যবধান ৩-০ করেন বেঞ্জামিন কেমাসচি। ৮৭ মিনিটে জালের দেখা পান রবের্তো টেইলর। তার গোলেই ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় ফ্লোরিডার ক্লাবটির।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি