ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বকাপে বাংলাদেশ দলের টেকনিক্যাল অ্যাডভাইজার শ্রীধরন-শ্রীরাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৪, ২১ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ১৮:০৭, ২১ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের টেকনিক্যাল অ্যাডভাইজার হলেন ভারতীয় কোচ শ্রীধরন-শ্রীরাম।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে ফের বাংলাদেশ ক্রিকেটে ডাক পড়ল শ্রীরামের। বিশ্বকাপের মাত্র দুই সপ্তাহ আগে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

২০২২ সালের এশিয়া কাপের আগে টাইগারদের টেকনিক্যাল কনসালট্যান্টের দায়িত্ব পেয়েছিলেন সাবেক ভারতীয় এই কোচ। এরপর থেকে বাংলাদেশ দলের অলিখিত কোচের দায়িত্বে ছিলেন শ্রীরাম। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির কারণে সে যাত্রাটা সুখকর হয়নি শ্রীরামের।

আরেকটি বিশ্বকাপের আগে টাইগারদের সঙ্গে আবারও যুক্ত হচ্ছেন তিনি। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি