ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বৃষ্টির কারণে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে ৪২ ওভার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৪, ২১ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ১৮:০৯, ২১ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

বৃষ্টির কারণে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডের দৈর্ঘ্য  ৪২ ওভারে নামিয়ে আনা হয়েছে। 

টস হেরে প্রথমে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ৪ দশমিক ৩ ওভারে বিনা উইকেটে ৯ রান করার পর বৃষ্টি নামলে  বন্ধ হয়ে যায়  খেলা। দুই ওপেনার ফিন অ্যালেন ৫ ও উইল ইয়ং ৩ রানে অপরাজিত থাকেন।

প্রায় দুই ঘন্টা পর বিকেল ৪টা ৩০ মিনিটে  শুরু হওয়া ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৪২ ওভারে নামিয়ে আনা হয়েছে। 

বিশ্বকাপকে মাথায় রেখে খেলোয়াড়দের সতেজ ও ইনজুরিমুক্ত রাখতে দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের বিশ্রামে রেখেছেন বাংলাদেশ-নিউজিল্যান্ড ।

প্রত্যাশিতভাবেই বাংলাদেশ দলে ফিরেছেন দুই সিনিয়র খেলোয়াড় তামিম ইকবাল এবং মাহমুদুল্লাহ রিয়াদ। পিঠের ইনজুরি থেকে সুস্থ হয়েছেন তামিম।

খারাপ ফর্মের কারণে গেল মার্চে ইংল্যান্ড সিরিজের পর দল থেকে বাদ পড়েন মাহমুদুল্লাহ। এই সিরিজে ভালো পারফরমেন্স দেখাতে পারলে  ব্যাটিং পজিশনে সাত নম্বরে মাহমুদুল্লাহর পাকা হতে পারে ধারনা করা হচ্ছে।

দুই বছর দলে ফিরেছেন বাঁ-হাতি ব্যাটার সৌম্য সরকার।

বৃষ্টির কারণে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডের দৈর্ঘ্য  ৪২ ওভারে নামিয়ে আনা হয়েছে। 

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি