ঢাকা, শনিবার   ০১ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশকে ২৫৫ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০০, ২৩ সেপ্টেম্বর ২০২৩

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মিরপুরে বাংলাদেশকে ২৫৫ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। শুরুতে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের সামনে সুবিধা করতে পারেনি কিউইরা।

দুই ওপেনার ফিন অ্যালেন ও উইল ইয়ংকে ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমান। তিনে নামা চাদ বোস হয়েছেন অভিষিক্ত পেসার খালেদ আহমেদের শিকার হয়ে।

এরপর হেনির নিকোলস টম ব্লানডেলকে সাথে নিয়ে প্রতিরোধ গড়েন। খানিকটা ঘুরে দাঁড়ায় কিউইরা। এরপর লোয়ার অর্ডার ব্যাটারদের ছোটো ছোটো ক্যামিওতে লড়াকু সংগ্রহ পায় নিউজিল্যান্ড।

বাংলাদেশের হয়ে খালেদ আহমেদ ও মেহেদী হাসান নিয়েছেন সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন। মোস্তাফিজের শিকার দুই।  

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি