ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অধিনায়কত্বে সাকিবকে অনুসরণ করবেন শান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫২, ২৫ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করতে সাকিব আল হাসানের নেতৃত্বের মন্ত্র অনুসরণ করবেন বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের অধিনায়ক নির্বাচিত হওয়া নাজমুল হোসেন শান্ত।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে বিশ্রাম দেওয়া হয় নিয়মিত অধিনায়ক সাকিবকে। তার জায়গায় প্রথম দুই ওয়ানডেতে দলের নেতৃত্বের ভার পান লিটন দাস। তৃতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে লিটনকে।  অনেকে ইতোমধ্যেই শান্তকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে ভাবছেন এজন্য ২০০৮ সালের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ওয়ানডেতে সিরিজে হার এড়ানোর জন্য বাঁচা-মরার লড়াইয়ে অধিনায়কত্বের দায়িত্ব ভার তুলে দেওয়া হয়েছে শান্তর কাঁধে।

প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হলেও, দ্বিতীয় ম্যাচ ৮৬ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ড।

অধিনায়কত্ব পেয়ে উচ্ছসিত শান্ত। চাপের মধ্যেও সাকিবের ঠান্ডা মেজাজের নেতৃত্বের মন্ত্র অনুসরণ করার কথা বললেন শান্ত, ‘সাকিব ভাই সবসময়ই আমার প্রিয় ক্রিকেটার।’

তিনি আরও বলেন, ‘অধিনায়ক হিসাবে আমরা এমএস ধোনিকে দেখেছি এবং সবাই তাকে অনেক পছন্দ করে। আমার মতে, সাকিব ভাই যেভাবে দলকে নেতৃত্ব দেন এবং প্রতিটি খেলোয়াড়ের সাথে যেভাবে আচরণ করেন সেটি আমি পছন্দ করি। বিপিএলে তার সাথে খেলার সুযোগ পেয়েছি এবং তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমার যে অভিজ্ঞতা আছে এবং আমি আমার সিনিয়র ভাইদের কাছ থেকে যা শিখেছি তা ম্যাচে কাজে লাগানোর চেষ্টা করবো।’

ক্রিকেটের তিন ফরম্যাটেই বর্তমানে  বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল ব্যাটার শান্ত। ২০১৭ সালে অভিষেকের পর উত্থান-পতনের মধ্যে দিয়ে যাবার পর অবশেষে দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন শান্ত।

ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় এক সময়  ক্রিকেট প্রেমিদের তীব্র সমালোচনার মুখে পড়েন শান্ত। সমালোচনা করতে গিয়ে শান্তর পরিবারকেও জড়িয়েছে তারা। কিন্তু মাঠের বাইরের সমালোচনাকে দৃঢ় মানসিকতার প্রমাণ দিয়ে কৌশলে এড়িয়ে গেছেন তিনি।

বাংলাদেশের ১৬তম ওয়ানডে অধিনায়ক হিসেবে শান্তকে দায়িত্ব দিয়েছে বিসিবি। এমন সুযোগ উপভোগ্য হিসেবে প্রমাণ করতে আগ্রহী তিনি।

শান্ত বলেন, ‘ভবিষ্যতে যদি দলের নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা থাকে তবে আমি অবশ্যই চেষ্টা করবো এবং সত্যি কথা বলতে প্রত্যেক ক্রিকেটারের কাছে দেশকে নেতৃত্ব দেওয়ার স্বপ্নের মত। এবার আমার কাছে অধিনায়কত্ব এসেছে এবং ভবিষ্যতে সুযোগ পেলে নিজের সামর্থ্য অনুযায়ী দায়িত্ব পালনের চেষ্টা করবো।’

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি