ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ৪ পরিবর্তন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৯, ২৬ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ১৪:০০, ২৬ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। তৃতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হচ্ছে ব্যাটার জাকির হাসানের। একইসঙ্গে দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম ও পেসার শরীফুল ইসলাম।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে বোলিংয়ে পাঠান বাংলাদেশের নতুন অধিনায়ক নাজমুল হাসান শান্ত।

সিরিজের ১-০ তে এগিয়ে আছে নিউজিল্যান্ড। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। এই ম্যাচে বেশ কিছু পরিবর্তন এনেছে টাইগাররা। ১৬তম অধিনায়ক হিসেবে অভিষেক হলো শান্তর। এই ম্যাচে একাদশে ৪ পরিবর্তন এনেছে বাংলাদেশ। 

প্রথম দুই ম্যাচে বিশ্রামে থাকা মুশফিকুর রহিম, শরীফুল ইসলাম দলে ফিরেছেন। এছাড়া এই ম্যাচে অভিষেক হচ্ছে বাঁহাতি উইকেটরক্ষক ব্যাটার জাকির হাসানের। আর প্রথম দু’ম্যাচে না থেকেও শেষ ম্যাচে লিটনের পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নাজমুল হাসান শান্ত।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ : ফিন অ্যালেন, উইল ইয়াং, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ইশ সোধি, অ্যাডাম মিলনে, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি