ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ওয়ানডেতে ৫ হাজার রানের ক্লাবে মাহমুদুল্লাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৩, ২৬ সেপ্টেম্বর ২০২৩

বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে ৫ হাজার রানের ক্লাবে নাম লেখালেন মাহমুদুল্লাহ রিয়াদ।

মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের তৃতীয় ওয়ানডে ১ রান নিয়ে ৫ হাজারি ক্লাবে প্রবেশ করেন মাহমুদুল্লাহ। 

মাঠে নামার আগে তার নামের পাশে ছিল ৪৯৯৯ রান। কিউই পেসার লুকি ফার্গুসনকে কভারে ঠেলে দিয়ে সিঙ্গেলস পূরণ করতেই মাইলফলকটা ছুঁয়ে ফেললেন মাহমুদুল্লাহ। এতে বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে ওয়ানডেতে ৫ হাজারি ক্লাবে নাম লিখিয়েছেন তিনি।

মাহমুদুল্লাহর আগে এই মাইলফলক ছুঁয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান। এর মধ্যে তামিম ইকবাল দেশের একমাত্র ব্যাটার হিসেবে ৮ হাজারি ক্লাবে। সাকিব এবং মুশফিক নাম লিখিয়েছেন ৭ হাজারি ক্লাবে।

ওয়ানডেতে ৫ হাজার রান করতে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে কম ইনিংস লেগেছে তামিমের। ১৫৮ ইনিংসে এই মাইলফলক ছুঁয়েছিলেন বাঁহাতি এই ওপেনার। সাকিবের লেগেছিল ১৬৮ ইনিংস, মুশফিক ১৭৬। মাহমুদুল্লাহ ১৯২ ইনিংস খেলে পাঁচ হাজারি ক্লাবে ঢুকেছেন।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি