ঢাকা, রবিবার   ১৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বকাপ খেলতে আজ ভারত যাচ্ছে টিম টাইগার্স

আকাশ উজ্জামান

প্রকাশিত : ০৮:৩৬, ২৭ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

নানা নাটকীয়তার পর তামিম ইকবালকে ছাড়াই ১৫ জনের বিশ্বকাপ দল ঘোষণা করলো বিসিবি। পরীক্ষা-নীরিক্ষা শেষে দলে নেয়া হয়েছে মহমুদুল্লা রিয়াদকে। আজ ভারতের বিমান ধরছে টিম টাইগার্স। 

বিশ্বকাপ দল ঘোষণা নিয়ে কম জল ঘোলা হয়নি। গত কয়েকদিন ধরেই ক্রিকেট পাড়ায় নানা গুঞ্জন। সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছিলেন পুরোপুরি ফিট নন তিনি। এরপরই নাটকের শুরু।

শেষ পর্যন্ত আইসিসির বেধে দেয়া সময়ের একেবারে শেষ সময়ে এসে বিশ্বকাপের দল জানিয়ে দিলে বিসিবি। নির্বাচকদের সংবাদ সম্মেলনে ঘুরেফিরেই আসলো তামিমের বাদ পড়ার প্রসঙ্গটি। প্রধান নির্বাচন জানালেন, আলাপ আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্তটি এসেছে।

এই দলের প্রতি সমর্থন জানানোর আহ্বান জানান প্রধান নির্বাচক। 

বিশ্বকাপের নেতৃত্বে যথারীতি সাকিব। তার ডেপুটি নাজমুল হোসেন শান্ত। অন্যরা হলে মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান, তানজিম হাসান ও মাহমুদউল্লাহ।

এদিনই বিশ্বকাপের জার্সি উন্মোচন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির এক ভিডিওত জার্সি উন্মোচনের চিত্রটি প্রকাশ করা হয়। জার্সি হাতে ভিডিওতে নিজেদের অনুভূতি জানান ক্রিকেটাররা।

আজ বুধবার ভারতের বিমান ধরবে বাংলাদেশের বিশ্বকাপ দল।  

ভারতে পৌঁছে বিশ্বকাপ শুরুর আগে আগামী ২৯ সেপ্টেম্বর ও ২ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ধর্মশালায় ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে  বিশ্বকাপ মিশন শুরু করবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন  বাংলাদেশ। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি