ওয়ানডে বিশ্বকাপের সেরা বোলার ম্যাকগ্রা
প্রকাশিত : ১৮:২১, ৪ অক্টোবর ২০২৩
ওয়ানডে বিশ্বকাপে এ পর্যন্ত ১২টি আসর অনুষ্ঠিত হয়েছে। এই ১২টি আসরে রেকর্ডে বইয়ে জায়গা করে নিয়েছেন বিশ্বের বহু তারকা বোলার।
ওয়ানডে বিশ্বকাপের বোলিং রেকর্ড :
সর্বোচ্চ উইকেট শিকারী : গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া), ৩৯ ম্যাচে ৩২৫.৫ ওভারে ১২৯২ রানে ৭১ উইকেট।
ইনিংসে সেরা বোলিং : গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া), ৭ ওভারে ১৫ রানে ৭ উইকেট, প্রতিপক্ষ- নামিবিয়া, ভেন্যু- পচেফস্ট্রুম, সাল-২০০৩।
ইনিংসে সবচেয়ে বেশিবার ৪ উইকেট : মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)- ৩বার।
ইনিংসে সবচেয়ে বেশিবার ৫ উইকেট : মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)- ৫বার।
ইনিংসে সবচেয়ে ব্যয়বহুল : রশিদ খান (আফগানিস্তান)- ৯ ওভারে ১১০ রান, প্রতিপক্ষ-ইংল্যান্ড, ভেন্যু-ম্যানচেষ্টার, সাল-২০১৯।
এক আসরে সর্বোচ্চ উইকেট : মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)- ৯২ দশমিক ২ ওভারে ৫০২ রানে ২৭ উইকেট, সাল- ২০১৯। বাসস
এমএম//