ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

তিন উইকেট হারিয়ে চাপে পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৮, ৬ অক্টোবর ২০২৩

নেদারল্যান্ডসের বিপক্ষের ম্যাচ দিয়েই বিশ্বকাপের যাত্রা শুরু পাকিস্তানের। ম্যাচটিতে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় নেদারল্যান্ডস। আর নেমেই তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে পাকিস্তান।

শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে হায়দ্রাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে টস করতে নামেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডুয়ার্ডস। টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানান ডাচ দলপতি।

ব্যাটিংয়ে নেমে পাকিস্তান দলের ওপেনার ফখর জামান ফন বিকের শিকার হন। নিজের বলে নিজেই ক্যাচ ধরেন ফন। তার আগে ১৫ মোকাবেলায় ১২ রান করে যান ফখর।

এরপর অধিনায়ক বাবর আজম ফিরেন মাত্র ৫ রান করে। অ্যাকারম্যানের বলে জুলফিকারের তালু বন্দি হন বাবর। এর পরের ওভারে অপর ওপেনার ইমাম-উল হক আউট হন। মিকেরেনের শিকারের আগে ১৫ করে যান ইমাম।

সাউদ শাকিলকে নিয়ে ব্যাটিং করছেন মোহাম্মদ রিজওয়ান। ১১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৫৩ রান। 

পাকিস্তান দল
ইমাম-উল হক, ফকর জামান, বাবার আজম, মোহাম্মদ রিজওয়ান, সাউদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহম্মদ নওয়াজ, হাসান আলী, শাহীন আফ্রিদি ও হারিস রউফ।

নেদারল্যান্ডস দল
বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (উইকেটকিপার, অধিনায়ক), সাকিব জুলফিকার, লোগান ফন বিক, রুলফ ফন ডার মারউই, আরিয়ান ডাট, পল ফন মিকেরেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি