ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

টস জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৯, ৭ অক্টোবর ২০২৩ | আপডেট: ১১:১২, ৭ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

বিশ্বকাপ মিশনে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। 

শনিবার (৭ অক্টোবর) ধর্মশালায় নিজেদের প্রথম ম্যাচে টস জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক সাকিব আল হাসান।  

বিশ্ব আসরে এগিয়ে থাকতে জয়েই চোখ রাখছে সাকিব আল হাসানরা। বিশ্বকাপটা ওয়ানডে সংস্করণের, তাই স্বপ্নটাও আকাশছোঁয়া। হবেই বা না কেন বাংলাদেশের ক্রিকেটের যত অর্জন তার সবটাই যে এই ওয়ানডে ফরমেটেই।

আফগানদের বিপক্ষে শেষ ম্যাচের স্মৃতিটাও মধুর বাংলাদেশের। এশিয়া কাপে এই দলকে হারিয়েই সুপার ফোরে খেলেছিল টাইগাররা। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও ভালো করেছে সাকিব আল হাসানের দল। শ্রীলঙ্কাকে হারানো পর ইংল্যান্ডের বিপক্ষেও লড়াই করেছিল বাংলাদেশ। রানের দেখা পেয়েছেন ওপেনার লিটন দাস, তানজিম সাকিব-ফর্মের তুঙ্গে আছেন। 

আফগানদের বিপক্ষে তাই জয়েই চোখ রাখছে বাংলাদেশ।

বাংলাদেশ দল
লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ,  শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান দল
রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল-হক ও ফজল হক ফারুকী।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি