ঢাকা, রবিবার   ০২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মিরাজের ফিফটিতে জয়ের পথে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৫, ৭ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

ধর্মশালার ব্যাটিং সহায়ক উইকেটে ১৫৭ রানের লক্ষ্য খুব বড় নয়। তবে দ্রুত দুই ওপেনারকে হারিয়ে বসে বাংলাদেশ দল। সম্প্রতি নিয়মিত ব্যাটিং অর্ডার পরিবর্তন করা মেহেদী হাসান মিরাজ আজ তিনে নামেন। আস্থার প্রতিদান দিতে ভুল করেননি তিনি।

অর্ধশতক করে দলকে নিয়ে চলেছেন জয়ের পথে।

মিরাজ ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় অর্ধশতকটি করেন মাত্র ৫৮ বলে। মাইলফলক ছুঁতে ৪টি চার মারেন এই ডানহাতি। এই প্রতিবেদন লেখার সময় ২৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১১৫ রান।

মিরাজ ৫২ এবং নাজমুল ৩৮ রানে ব্যাট করছেন।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি