ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

ভারতকে ২০০ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৫, ৮ অক্টোবর ২০২৩

ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার। তবে স্বাগতিক বোলারদের দাপটে প্রথম ম্যাচে ২শ’ রান করতে পারেনি পাঁচবারের চ্যাম্পিয়নরা। 

রোববার (৮ অক্টোবর) এম এ চিডাম্বারাম স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। প্রথমে ব্যাট করে ১৯৯ রানে অলআউট হয়েছে অজিরা। 

টস জিতে ব্যাটিংয়ের নেমে শুরুতে উইকেট হারায় অস্ট্রেলিয়া। ম্যাচের তৃতীয় ওভারে জাসপ্রিত বুমরাহ বলে রানের খাতা না খুলেই বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান মিচেল মার্শ। 

এরপর ক্রিজে আছেন স্টিভেন স্মিথ। তাকে নিয়ে ৬৯ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন ডেভিড ওয়ার্নার। তবে দলীয় ৭৪ রানে ৫২ বলে ৪১ রানে আউট হন ওয়ার্নার। 
 
এরপর ক্রিজে আছেন মার্নাস লেবুশানে। তাকে নিয়ে চাপ সামাল দিতে ব্যর্থ হন স্টিভেন স্মিথ। দলীয় ১১০ রানে ৭১ বলে ৪৬ রান করে আউট হন তিনি। এরপর দ্রুত ৪ উইকেট অস্ট্রেলিয়া। 

এরপর হাল ধরার চেষ্টা করেও ব্যর্থ হন অধিনায়ক প্যাট কামিন্স। দলীয় ১৬৫ রানের মাথায় ২৪ বলে ১৫ রানে করে আউট হন তিনি। 

শেষদিকে মিচেল স্টার্কের ৩৫ বলে ২৮ রানের ইনিংসে ভর করে লড়াই করার পুঁজি পায় অজিরা। 

৪৯ ওভার ৩ বলে ১৯৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। 

ভারতের পক্ষে রবীন্দ্র জাদেজা ৩টি উইকেট নেন। কুলদ্বীপ যাদব ও জাসপ্রিত বুমরাহ পান ২টি করে উইকেট।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি