ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

টেন্ডুলকার-ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন ওয়ার্নার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০২, ৮ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

বিশ্বকাপে দ্রুততম এক হাজার রানের রেকর্ডটি এতদিন দখল করে রেখেছিলেন ভারতীয় মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার ও দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। আজ ভারতের বিপক্ষের ম্যাচে সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। 

টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে ওয়ার্নার বিশ্বকাপে ১৯টি ইনিংস খেলেছেন। এর মাধ্যমে টেন্ডুলকার ও ডি ভিলিয়ার্সের ২০ ইনিংসে হাজার রান স্পর্শ করার রেকর্ডটি ভেঙ্গে দিয়েছে ওয়ার্নার।

হার্ডিক পান্ডিয়ার বলে বাউন্ডারি হাঁকিয়ে নতুন রেকর্ডটি করেন বাঁহাতি ওয়ার্নার।এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলতে নেমে ভারতের বিপক্ষে টসে জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। 

২০১৩ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেয়া ভারতীয় ব্যাটিং লিজেন্ড টেন্ডুলকার ৫০ ওভারের বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ২২৭৮ রান সংগ্রহ করেন। ৩৬ বছর বয়সী ওয়ার্নার ক্যারিয়ারে ১৫১টি ওয়ানডেতে ৬ হাজারেরও বেশি রান সংগ্রহ করেছেন। 

রেকর্ড ষষ্ঠবারের মত শিরোপা জয়ের পথে ওয়ার্নারের উপর অনেকটাই নির্ভরশীল অস্ট্রেলিয়া। ধারণা করা হচ্ছে, এটাই ওয়ার্নারের শেষ বিশ্বকাপ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি