ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

দলে এক পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৮, ১০ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে ইংল্যান্ড ও বাংলাদেশ। এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। 

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচে টসভাগ্য সহায় হয়েছে টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।  ইংল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান তিনি।

এই ম্যাচে একাদশে জায়গা হয়নি মাহমুদউল্লাহর। তার জায়গায় নেয়া হয়েছে মেহেদী হাসানকে। ইংল্যান্ড দলেও রয়েছে এক পরিবর্তন। মইন আলীকে নেয়া হয়নি এ ম্যাচে।

বিশ্বকাপের পরিসংখ্যানে সমানে সমান বাংলাদেশ-ইংল্যান্ড। ৪ বারের দেখায় ২ বার টাইগাররা আর ২ বার জয় পেয়েছে ইংল্যান্ড। তবে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ইংল্যান্ডের চেয়ে বেশ খানিকটা পিছিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত ২৪ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। যেখানে ইংল্যান্ডের জয় ১৯ ম্যাচে আর বাংলাদেশের জয় কেবল ৫ ম্যাচে।

বাংলাদেশ একাদশ 
তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান

ইংল্যান্ড একাদশ
জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক/উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, স্যাম কুরান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড, রিস টপলে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি