ঢাকা, রবিবার   ১৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ভারতের বিপক্ষে চমক দেখানোর অপেক্ষায় আফগানরা

আকাশ উজ্জামান

প্রকাশিত : ১১:১৫, ১১ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে ভারত। অস্ট্রেলিয়াকে উড়িয়ে দারুণ ছন্দে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সেরা দলটি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানদের বিপক্ষেও একই ধারায় খেলতে চায়। এদিকে, হার দিয়ে আসর শুরু করলেও ভারতের বিপক্ষে ভালো কিছু করতে চায় আফগানিস্তান। 

আজ বুধবার অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।

তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে ঘরের মাঠে বিশ্বকাপে নেমে শক্তিমত্তার জানান দিয়েছে ভারত। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে এখন টিম ইন্ডিয়া।

দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান। ওয়ানডে ইতিহাসে যাদের বিপক্ষে কোনো হারের রেকর্ড নেই রোহিত বাহিনীর। তবে ঘরের মাঠে খেলা হলেও প্রতিপক্ষকে ছোট করে দেখছে না ভারত। নিজেদের সর্বোচ্চ দিয়েই খেলতে চায় স্বাগতিকরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ে শুরু করলেও ওপেনিং নিয়ে দুশ্চিন্তায় ভারতীয়রা। ডেঙ্গু হওয়ায় ছিলেন না এশিয়া কাপে দুর্দান্ত খেলা শুবমান গিল। আফগানিস্তানের বিপক্ষেও খেলা হচ্ছে না তার।

এদিকে বাংলাদেশের বিপক্ষে হার দিয়ে আসর শুরু করলেও এই ম্যাচে চমক দেখানোর অপেক্ষায় আফগানরা। আইপিএলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো কিছু করতে মুখিয়ে রশিদ-মুজিবরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি